জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজয় উল্লাস যাতে অন্য কারোর বেদনা দায়ক হয়ে না দাঁড়ায়, সেই বিষয়টি লক্ষ্য রেখে বিজয় মিছিল করার আহ্বান রাখে বিজেপি দলের শীর্ষ নেতৃত্ব। একই সাথে দলের নেতৃত্ব আহবান জানান শান্তি সম্প্রীতি বজায় রাখার। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বদের এই আহ্বানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একাংশ অতি উৎসাহী কর্মী সমর্থক প্রতিনিয়ত নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে চলেছে।হামলা হজ্জতি ও ভয়-ভীতি প্রদর্শনের পাশাপাশি চলছে, মোটা অংকের চাঁদা আদায়। যা নিয়ে এখন উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। বিজয় উল্লাসের জন্য চাহিদা অনুযায়ী অর্থ না দেওয়ার অপরাধে এবার চলল ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ। ঘটনা খোদ রাজধানী আগরতলা শহরে। বুধবার দুপুরে চন্দ্রপুর আইএসবিটির একটি পরিবহন সংস্থার হানা দিয়ে কিছু দুষ্কৃতিকারী বিজয় উল্লাসের দোহাই দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। কিন্তু সংস্থার কর্তৃপক্ষ চাহিদা অনুযায়ী টাকা মিটিয়ে দিতে অক্ষমতা প্রকাশ করলে প্রকাশ্য দিবালোকেই প্রতিষ্ঠানটিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।এদিকে চন্দ্রপুর আইএসবিটিতে প্রকাশ্যে দিবালোকে একটি বেসরকারি পরিবহন সংস্থা কার্যালয়ে দূর্বৃত্তদের হামলার ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। তিনি সরজমিনে বিষয়টি খতিয়ে দেখে এই ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি দাবি জানান হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার।