জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড় হাসানহোসেন পাড়া এলাকায় বিজেপির কার্যকর্তাদের উপর আক্রমণের খবর পেয়ে ছুটে যান বিজেপি বিধায়ক। হাসাহোসেন পাড়া এলাকায় বিজেপি বুথ সভাপতি ও মাইনোরিটি মোর্চার প্রেসিডেন্ট-এর বাড়িতে কংগ্রেস এবং সিপিআইএম দুষ্কৃতকারীরা হামলা চালায়। সেই খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে নয়টা নাগাদ আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে ছুটে যান। তিনি জানান যারা এই কাজের সাথে জড়িত তাদের কাউকে ছাড়া হবে না।পাশাপাশি এই দিন বিজেপি বিধায়ক সুশান্ত দেব এলাকার বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।