জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড় করইমুড়া এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরন করেছে দুষ্কৃতিকারীরা ।ঘটনার বিবরনের জানা যায় গতকাল গভীর রাতে বিশালগড় থানাধীন করইমুড়া এলাকায় বিজেপি কর্মী দিলীপ বণিকের বাড়িতে দুষ্কৃতিকারীরা বোমা বিস্ফোরণ ঘটায়। বোমার আওয়াজ শুনে চিৎকার চেঁচামেচি শুরু করে পরিবারের সদস্যরা। এদিকে এই খবর পেয়ে ছুটে আসে আশেপাশের লোকজন।পরবর্তী সময়ে সোমবার সকালে দিলীপ বণিকের পরিবারের সদস্যরা দ্বারস্থ হন সংবাদ মাধ্যমের।আক্রান্ত পরিবার জানিয়েছেন সিপিআইএম এবং কংগ্রেসের দুষ্কৃতিকারীরা বিজেপি কর্মী দিলীপ বণিকের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায় , তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন পরিবারের লোকজন ।