জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিষ্ঠিত কালী মূর্তির হাত ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধে বসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ মুক্ত করে রাস্তা। রাতের অন্ধকারে কালির হাত ভেঙ্গে দিল দুষ্কৃতিকারীরা।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সকাল থেকেই উত্তাল উদয়পুর মহকুমার অন্তর্গত উত্তর শালগড়া এলাকা।ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার রাতে কে বা কারা কালি মূর্তির দুহাত ভেঙে গুঁড়িয়ে দেয় । আর তাতে করে ক্ষিপ্ত হয়ে ওঠে কালী ভক্তরা । তিনদিন পাড় হয়ে গেলেও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। তাই শুক্রবার দুপুরে উদয়পুর উত্তর শালগরা এলাকার সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আন্দোলনে সামিল হন বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মীরা ।
টানা দুই ঘন্টা চলে সড়ক অবরোধ। এলাকার পরিস্থিতি সামাল দিতে নামানো হয় প্রথমে সিআরপিএফ । পরবর্তী সময় পরিস্থিতি বেগতিক দেখে আরও বেশি পরিমাণে নামানো হয় পুলিশ বাহিনী ।পরে রাধা কিশোরপুর থানার পুলিশ আন্দোলনরত কর্মীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালির হাত ভাঙ্গার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করা হবে। এদিকে রাস্তা অবরোধকে ঘিরে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে দূরপাল্লার সাধারণ মানুষ ও ব্যাংক কর্মীদেরও সমস্যায় পড়তে হয়। গোটা ঘটনায় উত্তর শালগড়া এলাকায় উত্তপ্ত বিরাজ করছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।