জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত আত্মহত্যার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকা থেকে পুলিশ উদ্ধার করছে অস্বাভাবিক মৃতদেহ। এর মধ্যেই মঙ্গলবার সাত সকালে নিজ বাড়ি থেকেই উদ্ধার আরো এক গৃহবধুর রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ। ঘটনা রাজধানী আগরতলার জয়নগর এলাকায়। মৃত গৃহবধুর নাম শিপ্রা সাহা।বয়স ৩৮ বছর। গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে মৃত শিপ্রা সাহা নামে গৃহবধূর ছেলের অভিযোগ, তার মা কোনভাবেই ফাঁসিতে আত্মহত্যা করতে পারে না। তার বাবা সুব্রত সাহা প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে তার মাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করত। এদিন সকালে গৃহবধূর ছেলে বাড়িতে ছিল না। কিছুক্ষণ পরে বাড়ি ফিরে এসে তার মার ঝুলন্ত মৃতদেহটি দেখতে পায় এবং তার বাবা সুব্রত সাহা পাশের ঘরের একটি টেবিলের মধ্যে বসে রয়েছে। গৃহবধূর ছেলে আরও অভিযোগ করেন তার মা যে জায়গাটিতে ফাঁসিতে আত্মহত্যা করে সেই জায়গাতে ছিল না কোন চেয়ার। তাতেই সন্দেহ প্রকাশ করে মৃত গৃহবধুর ছেলে। চেয়ার ছাড়া কিভাবে তার মা গলায় দড়ি দিতে পারে। সেনিয়ে সন্দেহ প্রকাশ করে মায়ের মৃত্যুর জন্য বাবাকে দায়ী করে পুলিশের কাছে মামলা দায়ের করার কথাও জানান ছেলে।