Site icon janatar kalam

বামগ্রেসের বাইকের ধাক্কায় আহত বৃদ্ধা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন মানেই রাজনৈতিক দলগুলির দৌড়ঝাপ। প্রচারে কে কাকে টেকা দিতে পারে এই নিয়ে চলে প্রতিযোগিতা। বাম কংগ্রেসের রেলির বাইকের ধাক্কায় আহত বৃদ্ধা। রক্তাক্ত অবস্থায় একাই ঘরে ফিরে যায় আহত মহিলা। বামগ্রেসের বাইক রেলিতে বাইকের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে বৃদ্ধা। রক্তাক্ত মহিলাকে ফেলেই চলে যায় বাইক রেলি। পরে নিজেই বাড়িতে রক্তাক্ত অবস্থায় ফিরলে পরিবারের লোকজনেরা নিয়ে যায় হাসপাতালে।ঘটনা রাজধানীর মিলন সংঘ এলাকায়। অভিযোগ কংগ্রেস সিপিএমের বাইক রেলির একটি বাইক আচমকাই ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার আত্মচিৎকার শুনেও এগিয়ে আসেনি বাইক রেলির কেউ। এমতাবস্থায় অসহায় মহিলা রক্তমাখা অবস্থায় ফিরে যায় ঘরে। তার আর্তনাদ যে বাইকটি তাকে ধাক্কা মেরেছিল সেই বাইক থেকেও কেউ এগিয়ে আসেনি। বৃদ্ধাকে একটি খালি অটোতে বসিয়ে রেখে চলে যায় বাইক আরোহী দুইজন। প্রশ্ন উঠছে এটি কি নিছকই বাইক দুর্ঘটনা , নাকি উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাইকের ধাক্কা দিয়েছে ওই বৃদ্ধাকে। প্রশ্ন উঠছে রেলির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের ভূমিকা নিয়েও।

Exit mobile version