জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের চারিদিকে বইছে এখন নির্বাচনী ধামামা। আর এই রাজনৈতিক তৎপরতার মধ্যেই রাজ্যের কোন না কোন এলাকায় গঠছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরমধ্যে মৃত্যুর ঘটনাও নেহাৎ কম নয়। এবার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম রূপক বিশ্বাস। ঘটনা রাজধানী আগরতলা ইন্দ্রনগর ব্লু লোটাস ক্লাব সংলগ্ন এলাকায়। শুক্রবার সাত সকালে মৃত যুবকের বড় ভাই প্রথম দেখতে পায় ছোট ভাইয়ের মৃতদেহটি। তার চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। জানা যায় ৩৭ বছরের যুবক রূপক বিশ্বাস তার বড় ভাইয়ের সাথে এই এলাকায় ভাড়া থাকতো। দুই ভাই প্রতিনিয়তই নেশাগ্রস্থ অবস্থায় দিন যাপন করতেন। শুক্রবার সকালে বড় ভাই ঘুম থেকে উঠে প্রত্যক্ষ করেন রান্নাঘরে ছোট ভাইয়ের মৃতদেহ পড়ে রয়েছে। পরে তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনা তুলে ছুটে আসেন পূর্ব থানার পুলিশও। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ জিবি হাসপাতালের মর্গে পাঠায়। তবে পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত নেশার ফলেই এই যুবকের মৃত্যু হতে পারে।