জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গোপন খবরের ভিত্তিতে রাজধানী বটতলা বাজারে অভিযান চালিয়ে নেশা সামগ্রীসহ 2 যুবককে আটক করে বটতলা থানার পুলিশ। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বটতলা থানার পুলিশ আধিকারিক জানান নেশা কারবারীদের কাছ থেকে নগদ 20,000 টাকা এবং নেশা সামগ্রীসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এরপর তাদের বিরুদ্ধে এন বি পি এস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। তাছাড়া দীর্ঘদিনের বটতলা বাজার ব্যবসায়ীদের অভিযোগ ছিল বাজারের মধ্যে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা চলে বলে তাই আজ সেই সূত্র মোতাবেক অভিযান চালিয়ে দুই নেশাকারবারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান।