জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শাসক দলের বুথ অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। প্রতিবাদে রাস্তা অবরোধে বসেছে বিজেপি কার্যকর্তারা। দুর্ভোগ সাধারণ মানুষের।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলি খুলতে শুরু করেছে তাদের নির্বাচনী বুথ অফিস। বুথ অফিস থেকেই মূলত নির্বাচনের প্রচার কর্মসূচি পরিচালনা করা হয়। প্রতি নির্বাচনের আগেই একে অপরের প্রচারসজ্জা নষ্টের অভিযোগ উঠে। বিশেষ করে শাসকবিরোধী দুটি রাজনৈতিক দল থেকেই এই ধরনের অভিযোগ আসতে থাকে। রবিবার রাতে দুর্বৃত্তরা আগরতলা পুর নিগমের ১০ নং ওয়ার্ডের ৩৮ নং বুথ অফিসটি জ্বালিয়ে দেয়। সকালে বিজেপি কার্যকর্তারা এই দৃশ্য দেখেই উত্তেজিত হয়ে পড়ে। খবর পাঠানো হয় পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে। ছুটে এসেছে দলীয় নেতৃবৃন্দ।
৬ আগরতলা বিধানসভা কেন্দ্রেরউত্তপ্ত এই রাজনৈতিক পরিস্থিতিতে শাসক বিজেপি দল সরাসরি আঙ্গুল তুলছে কংগ্রেসের কার্যকর্তাদের দিকে। প্রকাশ্যে নাম ধাম করে পুলিশে অভিযোগ দায়ের করেছে। গ্রেপ্তারের দাবিতে বসে পড়েছে রাস্তায়। ফলে সাময়িক শুরু হয়েছে জনদুর্ভোগ। রাজনৈতিক এই উত্তপ্ত পরিবেশে শান্তির পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিমত বুদ্ধিজীবী মানুষের।বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক রাখতে ভূমিকা নিতে হবে নির্বাচন কমিশনকে।