জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মধুপুর কেনানিয়া পালপাড়া বিজেপি করার অপরাধে বাবাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে রান্না ঘরে ঝুলিয়ে রাখে পুত্র ও পুত্রবধূ। সোমবার দুপুর বারোটায় এমনই অভিযোগ করেন মৃত ব্যক্তির বড় ভাই ও ভাগিনা | জানা যায় মধুপুর কেনানিয়া পালপাড়া এলাকার প্রদীপ ভক্তের উপর দীর্ঘদিন যাবত বিজেপি করার অপরাধে ছেলে অপু ভক্ত ,সোনাই ভক্ত, ও পুত্রবধূ মিনা ভক্ত অত্যাচার করতেন, এমনকি যখন ভাত খাওয়ার জন্য বসেন তখন ভাতের থালা টুকু লাথি দিয়ে ফেলে দিতেন, রবিবার রাতেও প্রদীপ ভক্তের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে এবং সোমবার প্রদীপ ভক্তকে মেরে তার বাড়ির রান্নাঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ তুলেন মৃত প্রদীপ ভক্তের বড় ভাই ও ভাগিনা। খবর দেওয়া হয় মধুপুর থানায় , পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রদীপ ভক্তের দেহটি ময়নাতদন্ত করার জন্য মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, ।