Site icon janatar kalam

জল বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করল জনজাতী মহিলারা

২৫ দিন যাবত জল ও বিদ্যুৎ না পেয়ে বক্সনগর – বিশালগড় সড়ক অবরোধ করেছে চেলিখলা এলাকার ক্ষুব্দ জনজাতি নাগরিকরা।বৃহস্পতিবার সকাল থেকে চলতে থাকে অবরোধ। ঘটনার বিবরণে প্রকাশ, দীর্ঘ ২৫ দিন যাবৎ চেলিখলা আড়ালিয়া বাড়ী এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে পানীয়জল সহ বিভিন্ন সমস্যায় রয়েছে এলাকাবাসী। অভিযোগ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বারবার জানানো হলেও কোনরকম উদ্যোগ গ্রহণ করেনি। ফলে চরম সমস্যার সম্মুখীন এলাকার সমস্ত জনজাতি পরিবার । অবশেষে উপায়ন্তর না পেয়ে অবশেষে বৃহস্পতিবার সকাল 11 টায় বস্কনগর বিশালগড় সড়ক অবরোধ করে বসেছে প্রমিলারা। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ সহ বিভিন্ন সমস্যা সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে সড়ক অবরোধ।

Exit mobile version