জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি:- রবিবার গভীর রাতে করিমগঞ্জ জেলার বদরপুর রেলস্টেশন থেকে ৪টি পিস্তলসহ দুই যুবককে আটক করা হয়েছে। দু’জনের নাম বিহারের মুঙ্গের জেলার সুমন কুমার (২৯) এবং বিহারের সাপলা জেলার বিকাশ কুমার তিওয়ারি (৩২)৷ জানা গেছে, গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার পথে ট্রেন না পাওয়ায় আটকরা বদরপুরের একটি নবনির্মিত সেতুর ওপর বসে ছিল। হঠাৎ তাদের সন্দেহ হয় রেল পুলিশের। রেলওয়ে পুলিশ সেতুর সামনে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। রেলওয়ে পুলিশ সন্দেহভাজনদের একটি ব্যাগ তল্লাশি করে হালকা আবেগপ্রবণ অবস্থায় চারটি (7.65) পিস্তল এবং ছয়টি ম্যাগাজিন (7.65) উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনায় বদরপুর রেলস্টেশন এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বদরপুরের আরপিএফ অভিযুক্তকে আটক করতে সহায়তা করেছে। পরে ধৃতদের বদরপুর জিআরপি থানায় নিয়ে আসা হয়। যদিও, কয়েকদিন আগে ধর্মনগরে এক সমাবেশে প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন জীবনের হুমকি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এখন প্রশ্ন হচ্ছে সুদীপ রায় বর্মনের সন্দেহ সত্য কিনা।