Site icon janatar kalam

বাংলাদেশি এবং রোহিঙ্গা সন্দেহে সাতজন আটক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রোহিঙ্গা সন্দেহে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে আটক করেছে আট বাংলাদেশিকে।বৃহস্পতিবার কলমচৌড়া গলাচিপা বিওপির জোয়ানদের কাছে গোপন খবর আসে সীমান্তের কাঁটাতার কেটে কিছু বাংলাদেশী ভারতে প্রবেশ করে।এই সূত্র ধরেই কলমচৌড়া গলাচিপা ও কলসিমুড়া বিওপির বিএসএফ জওয়ানরা অভিযান চালিয়ে উত্তর কলমচৌড়া ছাতিয়ানটিলা এলাকায় একটি ইকো গাড়িসহ সাতজন রোহিঙ্গা সন্দেহে বাংলাদেশী আটক করেছে। বিএসএফ জওয়ানরা শেষ পর্যন্ত আটককৃতদের কলম চওড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে পুলিশ তাদের কাছে বৈধ কোন কাগজ পত্র পায়নি। শুধুমাত্র বাংলাদেশী ও ভারতীয় কিছু টাকা পেয়েছে। আটককৃত গাড়ির মালিক রাজু বিশ্বাসের বাড়ি কলমচৌড়া থানা এলাকায়। ধৃত সাতজনের মধ্যে দুজনকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়েছে, বাকিরা সবাই হিন্দিভাষী। পুলিশ তাদেরকে জোর জিজ্ঞাসাবাদে চালিয়েছে।

Exit mobile version