জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশাখোরদের দৌরাত্ম্যে রাজ্যে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে চলেছে চুরির ঘটনা। বুধবার রাতে বিশালগড় দাসপাড়া এলাকায় এক মুদির দোকানে হানা দেয় চোরের দল। রাতের অন্ধকারে দোকান থেকে নগদ ৪০ হাজার টাকা সময়ের প্রায় ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার সকালে দোকান খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় দোকান মালিক প্রসেনজিৎ দাসের। এ নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দোকান মালিকের সন্দেহ এলাকার নেশাখোর যুবকরা এই দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছে |চোরের দল টাকা সমেত দোকানের ক্যাশ বাক্সটিও নিয়ে চলে যায়।