জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের নৈশকালীন পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নেশা কারবারি ও দুর্বৃত্তদের প্রতিরোধ করার জন্য গত কিছুদিন ধরে সদরের এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে পুলিশ বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান সংঘটিত করে চলেছে। অভিযান কালে সম্পূর্ণ অবৈধভাবে দোকানপাট ভাঙচুর এবং সাধারণ নাগরিকদের লাঠিচার্জ করছে পুলিশ। তাই অভিযোগ একাংশ মহলের।নেশা প্রতিরোধ ও শান্তির শৃঙ্খলার নাম করে পুলিশের এধরনের অভিযানকে ঘিরে সচেতন মহলে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, পুলিশের এধরনের কাজকর্মের প্রতিবাদে মঙ্গলবার গভীর রাতে ক্ষুদ্ধ জনতা আগরতলা পূর্ব থানায় বিক্ষোভ প্রদর্শন করে। এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। বুধবার নিজের বিধানসভা কেন্দ্রে ঘর ঘর বিজেপি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে। কি কারনে এমনটা হলো তা জানা না গেলেও, ঘটনার সম্পূর্ণ রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী।