Site icon janatar kalam

বি এম এস এর নাম করে তোল্লাবাজি লিটন মোদক নামে এক দুষ্কৃতিকারীর বিরুদ্ধেথানায়মামলা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত কয়েক বছর ধরে চরম নাজেহালের শিকার জিবি ও ইন্দ্রনগর অটো সিন্ডিকেটের শ্রমিকরা। অভিযোগের তীর লিটন মোদক নামে এক দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। শ্রমিকদের অভিযোগ লিটন প্রতিনিয়তই বি এম এস এর নাম করে বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করে চলেছে। অনেকটা ভয়ে নিরুপায় হয়েই শ্রমিকরা এতদিন তার অত্যাচার সহ্য করে আসছে। কিন্তু দিন দিন যেন এই অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে যায়। তাই এবার দুই অটো সিন্ডিকেটের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে সোচ্চার হল। মঙ্গলবার অটো শ্রমিকরা একত্রিত হয়ে দ্বারস্ত হয় পূর্ব থানায়। এদিন লিটন মোদকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দাবি জানিয়ে শ্রমিকরা থানা ঘেরাও করে। বেশ কিছু সময় চলে শ্রমিকদের বিক্ষোভ। পরে শ্রমিকদের এক প্রতিনিধিদল থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে দেখা করে তাদের অভিযোগ তুলে ধরে একটি স্মারকলিপি পেশ করেন। দাবী জানান লিটন মোদকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি ও থানা ঘেরাও প্রসঙ্গে জনৈক অটো শ্রমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত প্রায় সাড়ে চার বছর ধরেই লিটন বিভিন্নভাবে অটো শ্রমিকদের অত্যাচার করে চলেছে। ভয়-ভীতি ও হুমকি দেখিয়ে তাদের কাছ থেকে আদায় করছে অর্থও। তার যন্ত্রণায় অটো শ্রমিকরা দিশাহারা হয়ে পড়েছে। তাই অবিলম্বে এর বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিলেন।

Exit mobile version