Site icon janatar kalam

ধর্মনগরের লক্ষ্মী দাস হত্যা মামলায় গ্রেপ্তার ৫ জন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরের মঙ্গলখালী এলাকার লক্ষ্মী রানী মাহিষ্য দাস হত্যা মামলায় ১২ ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে পাঁচ অভিযুক্তকে । ধৃতরা মৃত গৃহবধূর স্বামী অজয় মাহিষ্যদাস, দুই ভাসুর পুতুল মাহিষ্যদাস, ও অধির মাহিষ্যদাস, দুই ভাসুর পুত্র কৃষাণ মাহিষ্যদাস ও অনিমেষ মাহিষ্যদাস। ধৃতদের সোমবার মঙ্গলখালী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে পাচ ধৃতর বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩০২/১২০(বি) ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে।

Exit mobile version