2024-12-16
agartala,tripura
অপরাধ

বুড়ো বয়সে ভীমরতি, চানাচুর বিক্রির ফাঁকে শ্লীলতাহানি এক শিশুর ।

এক নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বয়স্ক এক চানাচুর বিক্রেতার বিরুদ্ধে । ঘটনা রাজধানীর মহারানী তুলসীবাতি বালিকা বিদ্যালয়ে ।সংবাদে প্রকাশ , গোটা এক সপ্তাহ ধরে বিদ্যালয়ের এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি করে আসছিল এক চানাচুর বিক্রেতা । সম্প্রতি নাবালিকাটি বিদ্যালয়ে আসতে চাইছিল না ।পরে মায়ের কাছে বিস্তারিত খুলে বলে । শনিবার এই খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান রাজ্য শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নিলিমা ঘোষ । কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে । এদিকে আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ অভিযুক্ত চানাচুর বিক্রেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে । শনিবারই তাকে আদালতে তোলা হবে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service