জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্ত্রীর সাথে ফোনে কথা বলতে বলতেই খুন হয়েছে স্বামী। মৃতদেহ উদ্ধার হয় নালা থেকে। তদন্ত চালিয়েছে পুলিশ। জিরানিয়াতে খুন হওয়া বিলোনিয়া সুকান্তনগরের লরিচালক শিবু দাশের মরদেহ বাড়িতে নিয়ে যেতেই কান্নায় ভেঙেপড়ে পরিবারের লোকজন।স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে ভালোই চলছিল লরি চালক শিবু দাসের সংসার। সংসারে প্রত্যেকের মুখে দুমুঠো অন্ন আর সুখ-স্বাচ্ছন্দ্যে রাখার জন্য বিলোনিয়ার সুকান্তনগর থেকে এসে জিরানিয়া ভাড়া বাড়িতে থেকে দিনের বেলা 12 চাকার লরি রাত্রিবেলা ট্রিপার গাড়ি চালাত শিবু দাস। প্রতিদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে স্ত্রীর সঙ্গে পরিবারের খোঁজ খবর নিতে করত বার্তালাপ। রবিবার রাত্রিতে মাধব বাড়িতে গাড়ি রেখে ভাড়া বাড়িতে ফেরার পথে স্ত্রীর সাথে ফোনে কথা বলার মাঝেই খুন হল লরি চালক শিবু দাস ! মৃতদেহ উদ্ধার হল নালা থেকে।বিলোনিয়া সুকান্ত নগরের বাসিন্দা লরি শিবু দাস গত ৩ বছর ধরে জিরানিয়ায় ভাড়া থাকেন কাজের সুবাদে। এদিন রাতে স্ত্রীর সাথে কথা বলার সময় হঠাৎ ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্ত্রী সহ পরিবারের লোকজন তাকে প্রতিনিয়ত ফোন করলেও যোগাযোগ হয়নি। রাতেই স্ত্রী ও পরিবারের লোকজন সন্দেহবশত জিরানিয়ায় ছুটে আসে। স্ত্রী এসে পুলিশকে সঙ্গে নিয়ে পাগলের মতো স্বামীকে খুঁজতে থাকেন। তখনই বীণাপানি এলাকায় রাস্তার পাশে শিবু দাসের সোয়েটার উদ্ধার হয়। লুঙ্গায় নেমে দেখা যায় নালায় পড়ে আছেন শিবু দাস। তার স্ত্রীর অভিযোগ শিবু দাসকে কে বা কারা খুন করে ফেলে দিয়েছে। পুলিশ শিবু দাসের লাশ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে,সেখানে ময়না তদন্তের পর সোমবার সন্ধ্যায় বিলোনিয়া সুকান্তনগর এলাকায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় শিবুদাসের মরদেহ। এই নিয়ে গোটা এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।