জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নতুন নগরে গুলি কান্ডের ঘটনা থেকে শুরু করে চুরির ঘটনায় যুক্ত বেশ কয়েকজন কুখ্যাত চোরকে এর মধ্যেই জালে তুলে জেল হাজতে পাঠাতে সক্ষম হয় আগরতলার পুলিশ। অভিযোগ পেলেই অপরাধীদের জালে তুলতে ময়দানে নেমে পড়ছেন তারা। আর এতে করে সাফল্যও আসছে ব্যাপক। এর মধ্যেই অভিযোগ মূলে তদন্তে নেমে নতুন করে আরো এক কুখ্যাত চোরকে আটক করল আগরতলা পূর্ব থানার পুলিশ। ধৃত চোরের নাম পঙ্কজ কুমার সাহা, বয়স ৩২ বছর। বাড়ি আমবাসার ডলুবাড়ী এলাকায় হলেও আগরতলা চন্দ্রপুর এলাকায় ভাড়া থাকে সে। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে চুরি হওয়া স্বর্ণালংকারসহ একটি রাইস কুকার। ঘটনার বিবরণে জানা যায়, চন্দ্রপুর রেশম বাগান এলাকার বাসিন্দা পীযূষ মজুমদার ও তার পরিবার গত কয়েকদিন ধরে বাড়িতে অনুপস্থিত ছিলেন। মঙ্গলবার বাড়িতে ফিরে এসে তারা প্রত্যক্ষ করেন ঘরের দরজা জানালা খোলা এবং ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ একটি রাইস কুকার চুরি করে নিয়ে যায় চোর চক্র। সঙ্গে সঙ্গেই শ্রী মজুমদার বিষয়টি লিখিত আকারে জানান আগরতলা পূর্ব থানায়। আর এই অভিযোগ পেয়েই পুলিশ তদন্তে নেমে কুখ্যাত চোর পঙ্কজ সাহাকে জালে তুলে। একই সাথে পুলিশ উদ্ধার করে চুরি হওয়া স্বর্ণালংকার সহ রাইস কুকারটি। চুরি যাওয়া স্বর্ণালংকারের বাজার মূল্য আনুমানিক প্রায় পৌনে তিন লক্ষ টাকা। বুধবার আগরতলা পূর্ব থানায় থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জিকে পাশে রেখে এমনটাই জানালেন সদরের এসডিপিও অজয় কুমার দাস।