Site icon janatar kalam

সাত সকালে আমবাসা পাইজাবাড়ি এলাকার রেল লাইনের পাশে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যে ইদানিং কালে রেললাইন থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনার সংখ্যা যেন উদ্বেগজনক ভাবে বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকার রেললাইন থেকে ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করছে পুলিশ। যার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই রবিবার সাত সকালে আমবাসা পাইজাবাড়ি এলাকার রেল লাইনের পাশে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনার বিবরণে জানা যায় আমবাসা রেল স্টেশনের স্টেশন মাস্টার আমবাসা রেল পুলিশকে জানায় পাইজা বাড়ি এলাকায় এক অপরিচিত যুবকের দেহ পড়ে রয়েছে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা রেল পুলিশের ইনচার্জ গৌতম রায় দেববর্মা। মৃত যুবকের নাম পঙ্কু দে। বয়স ২২ বছর। মৃত যুবকের বাড়ি পায়জাবাড়ি এলাকাতেই। আশঙ্কা করা হচ্ছে রেলের নিচে কাঁটা পরেই তার মৃত্যু হয়েছে।।পরে পুলিশ মৃত দেহটি উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালের মর্গে পাঠায়। দুপুরে মৃতদেহ ময়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।

Exit mobile version