জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম এবং তিপরামথা ছেড়ে ১৫ পরিবারের ৫৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, ৩৭-ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত রতনপুরে। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচাৰ্য, রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। সভায় শ্রী ভট্টাচার্য বলেন , রাজ্যে পুনরায় বিজেপি সরকার গঠন হবে। আগের চেয়ে আরো বেশি আসন নিয়ে ক্ষমতা ফিরবে বিজেপি। বিরোধীরা বিভ্রান্ত ছড়াচ্ছে। চেষ্টা চালাচ্ছে বিভাজন তৈরি করার। এটা কিছুতেই হতে দেবে না ভারতীয় জনতা পার্টি।