জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১ লক্ষ ২৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করল সোনামুড়া থানার পুলিশ ওটি এস আর। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সোনামুড়া থানাধীন কমলনগর কলাবাড়ি ফরেস্ট ল্যান্ডে এই গাঁজা গাছ গুলি ধ্বংস করেছে। পুলিশ আধিকারিকরা এদিন আবেদন রেখেছেন যাদের কাছে এই ধরনের খবর রয়েছে , তারা যেন নিকটবর্তী থানায় এই জাতীয় খবরগুলি সরবরাহ করে। পুলিশ এই গাজা বাগানটি কে করেছে তার কোন সন্ধান পায়নি।