জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বনদস্যুরা এবার রিজার্ভ ফরেস্ট ছেড়ে হানা দিয়েছে পাবলিকের বাগানে। রাতের অন্ধকারে এক ব্যক্তির সেগুন বাগান থেকে গাছ চুরি করে নেয়। এই কাণ্ডে জড়িত দশ বনদস্যুর বিরুদ্ধে চুরাইবাড়ি থানায় মামলা করেছে গাছের মালিক। ঘটনায় জানা গেছে, গত প্রায় সপ্তাহ খানেক আগে চুরাইবাড়ি এলাকার বাসিন্দা মতসিন আলীর সেগুন বাগান থেকে ১২ টি দামি সেগুন গাছ কেটে নেয় এলাকারই বন মাফিয়ারা। এই বিষয়ে গাছের মালিক মতসিন আলী চুরাইবাড়ি থানায় লিখিত মামলা দায়ের করেন চুরি-কাণ্ডে জড়িত দশ ব্যক্তির বিরুদ্ধে।পুলিশ এ নিয়ে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়।