রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বিশালগড় | ফায়ার সার্ভিস কর্মীসহ আহত প্রায় 10 জন | ভাঙচুর করা হয়েছে ফায়ার সার্ভিসের গাড়িতে | দুই দলের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বিশালগড় রাউতখলা এলাকা | সংঘর্ষে আহত তিন থেকে চারজন | আশঙ্কাজনক অবস্থায় আহতদের ভর্তি করানো হয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে | সেখানে অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই তাদেরকে জিবি হাসপাতালে রেফার করে দেয় | ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান , বিজেপি এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে | বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এদিকেঘটনার খবর পেয়ে ছুটে এসেছিল ফায়ার সার্ভিস কর্মীরা | ফায়ার সার্ভিসের গাড়িটি ঘটনাস্থলে পৌঁছার আগেই রাস্তার মধ্যে পথ আগলে ধরে একদল দুষ্কৃতিকারী | তারা দা লাঠি নিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের উপর আক্রমণ করে ব্যাপক ভাঙচুর করেছে গাড়িটির | দুর্বৃত্তরা হামলা চালিয়ে পাঁচজন ফায়ার সার্ভিস কর্মীকে আহত করেছে | বর্তমানে তাদের চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে | জানিয়েছেন এক ফায়ার সার্ভিস কর্মী | এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকার পরিবেশ তৈরি হয়েছে আতঙ্ক নগরীর | প্রশাসনিক কর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠছে সর্বত্র | দাবি উঠছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার |