জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধি :-কল্যাণপুরে দুই যুবককে চুরির অভিযোগে রিমান্ড চেয়ে আদালতে পাঠাল পুলিশ। কল্যাণপুরে প্রতিদিন নিত্য হারে বাড়ছে চুরি কান্ডের ঘটনা। কল্যাণপুরে অতিষ্ঠ আম জনতা। কিছুতেই যেন লাগাম টানতে পারছে না পুলিশ। কল্যাণপুর জুড়ে ধর্মীয় স্থান বাড়িঘর সরকারি অফিস বিভিন্ন স্থানে চোরেদের হানা খুবই বাড়বাড়ন্ত । সংবাদে প্রকাশ, ব্যাটারি চুরি করতে গিয়ে হাতেনাতে ধৃত দুই যুবক। অপর আরেকজন যুক্ত থাকায় চুর পালিয়ে যেতে সক্ষম হয় । এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কল্যাণপুর থানা এলাকার তোতাবাড়িতে। পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে কোন এক সময় তোতাবাড়ি এলাকার বাসিন্দা অমূল্য বিশ্বাসের একটি গাড়ি যার নম্বর TRO6 2179 । এই গাড়ি থেকে দুই চোর টমটমে চড়ে এসে একজন সমীর বিশ্বাস ।বয়স 20 ।বাড়ি তেলিয়ামুড়া রাজনগর ।অপরজন রাজেশ দাস ।বয়স 25 ।বাড়ি ঘিলাতলী বাগবের। অভিযোগ এই দুই যুবক গাড়ির ব্যাটারি চুরি করে তোতাবাড়ি থেকে পুলিন চোমুনি চলে যায়। তখনকার সময়ে স্থানীয় মানুষ তাদের আটকে ফেলে। শেষে খবর দেয় কল্যাণপুর থানায়। রাতে কল্যাণপুর থানায় অমূল্য বিশ্বাস দুই চোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। যথারীতি কল্যাণপুর থানার পুলিশ ও একটি মামলা গ্রহণ করে। যার মামলা নং 12 অব্লিক 2022। পুলিশ 379, 411, 34 নং ধারায় মামলা রুজু করে। মঙ্গলবার দুপুরে তাদের মেডিকেল চেকআপ করার পর পুলিশ রিমান্ড চেয়ে খোয়াই আদালতে প্রেরণ করে পুলিশ। এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে । যদিও পুলিশ ঘটনাস্থল থেকে গিয়ে ধৃত দুই অভিযুক্তকে কল্যাণপুর থানায় নিয়ে আসে। কিন্তু অপর এক যুবক পালিয়ে যায়। স্থানীয় মানুষদের মধ্যে বেশ উত্তেজিত পরিবেশ তৈরি হয়।এখন দেখার বিষয় ধৃত দুই অভিযুক্তের কি সাজা হয়।