জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর 38 তম প্রয়াণ দিবস উপলক্ষে বাধারঘাট বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এর উদ্যোগে আয়োজন করা হয়েছিল দরিদ্র নারায়ন সেবা। 31 অক্টোবর ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে প্রায় আড়াই হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন এর প্রস্তুতি চলছিল। রবিবার রাতের অন্ধকারে দুস্কৃতিকারীরা অনুষ্ঠানকে বানচাল করার লক্ষ্যে সমস্ত চালডাল সবজি এবং দুটি সিলিন্ডার গ্যাস নিয়ে চম্পট দেয়। এনিয়ে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিজিত প্রার্থী রতন দাস আমতলী থানায় একটি মামলা দায়ের করেছে। থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জকে অনুরোধ করেন অবিলম্বে যাতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাধারঘাট কংগ্রেস কমিটি।
