জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমবাসায় আবারও উদ্ধার গাজা। আমবাসা বেতবাগান পুলিশ নাকা চেকিং পয়েন্টে গোপন খবরের ভিত্তিতে একটি ছোট গাড়ি থেকে গাজা উদ্ধার করে। গোপন কেবিন থেকে গাজার পেকেট গুলি উদ্ধার করে পুলিশ। এই অভিযানে পুলিশ প্রায় ১১৬ কেজি গাঁজা উদ্ধার করে। রবিবার বারটা নাগদ নাকা চেকিং পয়েন্টে গাড়িটি আসা মাত্রই পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায়। আর এই অভিযানে উদ্ধার হয় গাজা। গাড়িটি আগরতলা থেকে বহিরাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানান। এই অভিযানে পুলিশ গাড়ীর চালক মোহন জমাতিয়াকে আটক করে। জানা যায় গাড়ির চালকের বাড়ি তেলিয়ামুড়া এলাকায়। গাঁজা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার।