জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধি : – কল্যাণপুরে পলাতক তিন সন্তানের জনক ধর্ষণ মামলায় গ্রেপ্তার।ফের পলাতক আসামি কল্যাণপুর থানার পুলিশের জালে। আবারো একটি সাফল্যের খাতায় নাম লিখল খোয়াই জেলার কল্যাণপুর থানা। প্রায় এক বছর পর ধর্ষণের মামলাযর আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। এখন আসা যাক আসল প্রসঙ্গে। রবিবার গভীর রাতে কল্যাণপুর থানার এস আই বিশ্বজিৎ দাস সহ পুলিশ টি এস আর বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর থানা এলাকার উত্তর মহারানীপুর উপজাতি জনপদে অভিযান চালায়। অভিযানের সাফল্য আসে পুলিশের। দীর্ঘদিন ধরে পলাতক ছিল আসামি। শেষ পর্যন্ত পুলিশ ধর্ষণ মামলায় আসামি ধনঞ্জয় দেববর্মা। পিতা-মৃত যুগেন্দ্র দেববর্মা। বয়স ৪০। বাড়ি উপজাতি জনপদ উত্তর মহারানীপুরের মঙ্গল পাড়াতে। সে বর্তমানে তিন সন্তানের জনক। তার বিরুদ্ধে প্রায় এক বছর পূর্বে একই পাড়ার বাসিন্দা তার বন্ধু কল্যাণপুর থানায় ধর্ষণের মামলা রুজু করে। যার মামলা নং ১৯/২০২১। যথারীতি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ নং ধারায় মামলা গ্রহণ করে। পুলিশ সূত্রে জানা যায়১৩/০৩/২০২১ তারিখ রাতে এক মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তৎকালীন সময়ে মহিলার মেডিকেল চেকআপ ও করেছিল পুলিশ। কিন্তু মামলা হবার পর পলাতক ছিল আসামি। আজ সোমবার সকালে কল্যাণপুর থানার পুলিশ ধনঞ্জয় দেববর্মা কে মেডিকেল চেকআপ করার পর খোয়াই আদালতে প্রেরণ করে। যেহেতু উপজাতি জনপদ সেহেতু তাকে গ্রেপ্তার করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। কল্যাণপুর থানার এস আই বিশ্বজিৎ দাস এক সাক্ষাৎকারে জানান প্রায় এক বছর পূর্বে মহারানীপুরের বাসিন্দা ধনঞ্জয় দেববর্মা পাড়ার এক মহিলার সাথে ধর্ষণ করে এবং ওই মহিলা যথারীতি তৎকালীন সময়ে কল্যাণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর থেকে সে পলাতক ছিল। গতকাল রাতে আমরা তারে গ্রেফতার করি।
Leave a Comment