Site icon janatar kalam

দুর্ঘটনার মৃত এক যুবক আহত আরও একজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাইক দুর্ঘটনায় মৃত্যু হল সাগর ত্রিপুরা নামে এক যুবকের। গুরুতর আহত মুন্না ত্রিপুরা নামে অপর আরেক যুবক। বর্তমানে তার চিকিৎসা চলছে। আহত ও নিহত যুবকের বাড়ি সাবরুমের হরিণা চালিতা ছরি এলাকায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই জলেফা আমতলী এলাকা থেকে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা আহতদের উদ্ধার করে মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক শম্ভু মজুমদার সাগর ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করে।

Exit mobile version