Site icon janatar kalam

৫০ কানি জায়গারএক লক্ষ গাঁজাগাছ ধ্বংস

জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি :- বিশালগড় থানার পুলিশ ও সি আর পিএফ যৌথভাবে নেহাল চন্দ্র নগর এলাকায় ৫০ কানি জায়গাতে অভিযান চালিয়ে ১ লক্ষ্য গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ বিশালগড় থানাধীন নেহাল চন্দ্র নগর এলাকায় এই অভিযানে নেতৃত্ব ছিলেন অ্যাডিশনাল এসপি মানবেন্দ্র চৌধুরী। অ্যাডিশনাল এসপি জানান এই বছরের মধ্যে সবচেয়ে বড় এই অভিযান , তবে আগামী দিনও অভিযান জারি থাকবে বলে জানান।

Exit mobile version