জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘূর্ণিঝড় সিত্রাং- এর প্রভাব পড়বে ত্রিপুরায়ও।সাধারণ মানুষের জান-মাল যাতে নষ্ট না হয় সেজন্য সতর্ক গোটা প্রশাসন। জরুরী বৈঠক করল পুর নিগম। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং- এর প্রভাব পড়বে ত্রিপুরা রাজ্যও। রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর সোমবার বৈঠকে বসেছে আগরতলা পুর নিগম। মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্য অনুষ্ঠিত বৈঠকে সবকয়টি ডিপার্টমেন্টের কর্তা ব্যক্তিদের নিয়ে দুর্যোগ মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন পুর কমিশনার ড: শৈলেশ যাদব । ড: যাদব আরও জানান , ঘূর্ণিঝড়ের ফলে রাজ্যে প্রচুর বৃষ্টি হতে পারে। জলমগ্ন হতে পারে শহরের নিন্মাঞ্চলগুলি। তার জন্য টিএসআর, দুর্যোগ মোকাবেলা বাহিনী প্রত্যেককে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে দুর্যোগ মোকাবেলার জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুর কমিশনার।বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা সহ বেশ কয়েকটি রাজ্যে সর্তকতা জারি করা হয়েছে। একই সঙ্গে সর্তকতা অবলম্বন করেছে রাজ্য সরকার গুলি।
সিত্রাং- এর প্রভাব পড়বে রাজ্যে জরুরী বৈঠক নিগমে