Site icon janatar kalam

বেঘোরে মৃত্যু হল যুবকের অভিযোগ খুনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উদ্ধার 23 বছর বয়সী এক যুবকের মৃতদেহ।যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ডগ স্কোয়াড। যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনা উত্তরের কদমতলা থানা এলাকার বাঘন গ্রাম পঞ্চায়েতে ৬ নং ওয়ার্ড এলাকায়। মৃতদেহের শরীরে রয়েছে আঘাতের চিহ্ন খুন করা হয়েছে বলে পরিবারের সন্দেহ। ঘটনা স্থলে মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা সহ কদমতলা থানার ওসি সুশান্ত দেব গিয়ে পৌঁছেছে। ঘটনার বিবরণে প্রকাশ বেঙ্গালুরু থেকে গত মঙ্গলবার বাড়িতে আসে 23 বছর বয়সি জাহির উদ্দিন চৌধুরী নামের যুবক।বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ঘুরতে যাওয়ার নাম করে বেরিয়ে যায় তার পর থেকে তার মোবাইল সুইচ অফ ছিল। সারাদিন পেরিয়ে রাতেও ফিরেনি জাহির।ভোর ৫ নাগাদ তার মা প্রাকৃতিক কাজ সারতে বাইরে বের হলে দেখেন তাদের বাড়ির অর্ধনির্মিত ঘরটির বারান্দায় পড়ে আছে জাহির। তার শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান। সাথে সাথে মহিলার চিৎকারে পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসে। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক ও আসেন। তদন্ত চলছে ডগ স্কোয়াড নামানো হবে বলে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক। উল্লেখ্য সম্প্রতি রাজ্যে বেঘোরে মৃত্যুর হার বৃদ্ধি পেয়ে চলেছে। এই মুহুর্তেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রুখতে সাধারণ নাগরিকদের জীবন সচেতন হতে হবে তেমনি সতর্ক থাকতে হবে পুলিশ প্রশাসনকেও।

Exit mobile version