জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কিছুদিন আগে বাইক চুরির সাথে যুক্ত একটি চক্রকে ভাঙার ক্ষেত্রে অনেকটাই সফল হয়েছে সদর মহকুমা পুলিশ। এবার বাড়িঘর ও দোকান চুরিকাণ্ডে যুক্ত ২ মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। উদ্বেগ বাড়িয়ে শহর আগরতলা সহ গোটা রাজ্যেই বাড়ছিল চুরির ঘটনা। কয়েকদিন আগে একটি বাইক চোরচক্রের প্রায় মেরুদন্ড ভেঙে দিয়েছে সদর মহকুমা পুলিশের আওতাধীন শহরের কয়েকটি থানা ও ফাঁড়ি থানা গুলির পুলিশ। মাত্র কয়েকদিনের ব্যাবধানে প্রায় ১৫ থেকে ১৮ জন বাইক চোর ধরা পড়েছিল। একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর ধরা পড়ছিল আরেকজ। এভাবে সংখ্যাটা বাড়ে। এবার বাড়িঘর ও শহরের বিভিন্ন দোকান গুলিতে সংঘটিত হওয়া চুরির ঘটনায় চোরেদের বিরুদ্ধে একই কায়দায় সার্জিকেল স্ট্রাইক জারি রেখেছে পুলিশ। এ সংক্রান্ত চুরির ঘটনায় গত ১৫ দিনে শুধু পশ্চিম আগরতলা থানার হাতেই গ্রেপ্তার হয়েছে ১৫ জন চোর। জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস। শুক্রবার গভীর রাতেও শহরের দূর্গা চৌমুহনী এলাকার সুখেন ঋষিদাস ও রানিরবাজারের শঙ্কর তাঁতি নামের ২ কুখ্যাত চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ। একটি দোকানের সিলিং কেটে ক্যাশ বাক্সে থাকা টাকা চুরি করেছিল সুখেন। সিসি টিভি ফুটেজ দেখে তাকে সনাক্ত করে পুলিশি। শারদীয়া উৎসব শুরু হওয়ার আগে থেকেই রাজধানি আগরতলা সহ রাজ্যে উদ্বেগজনক ভাবে বেড়ে গিয়েছিল চুরির ঘটনা। সাধারণ মানুষ হয়ে পড়েছিলেন অনেকটাই অসহায়। আইনশৃঙ্খলা , নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে উঠছিল বড় প্রশ্ন। ক্ষোভ সৃষ্টি হচ্ছিল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এক্ষেত্রে সদর মহকুমা পুলিশ অনেকটাই যেন তাদের মান রক্ষা করতে পারছে।