জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যে প্রবেশের পথে বিএসএফ এর হাতে ধরা পড়ল প্রায় ৪৭ কোটি টাকার হেরোইন। সেভেন ব্যাটালিয়ন মিজোরাম এবং কাছাড় ফন্টইয়ারস ও করিমগঞ্জ পুলিশের যৌথ অপারেশনে বহু কোটি মূল্যের এই হেরোইন গুলি ধরা পড়েছে।বিএসএফের কাছে এ সংক্রান্ত তথ্য আগেই ছিল।এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ সূত্রে জানা যায় ৭৬৪ বাক্সে মোট ৯ কেজি ৪৭ গ্রাম হেরোইন ছিল। হেরোইন গুলি মিজোরাম থেকে করিমগঞ্জ ভায়া হয়ে ত্রিপুরায় প্রবেশের পথে করিমগঞ্জ শহর সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে আটক করেছে বিএসএফ। সঙ্গে গ্রেপ্তার করেছে চালক মহিবউদ্দিনকে। গ্রেপ্তারকৃতের বাড়ি আছিমগঞ্জ এলাকায়। বর্তমানে ধৃত চালক করিমগঞ্জ পুলিশ কাস্টডিতে রয়েছে। তোলা হবে আদালতে।