Site icon janatar kalam

বড় যান দূর্ঘটনার নামে অ্যাম্বুলেন্সকে ফোন করে হয়রানির শিকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দমকলের গাড়ির পর এবার ১০২ অ্যাম্বুলেন্সও হয়রানির শিকার। ঘটনা বিশালগড়ে। রাতে থানায় মামলা করা হয়েছে। অভিযোগ, শনিবার রাত দশটা নাগাদ ১০২ অ্যাম্বুলেন্সে বিশালগড়ের ঘনিয়ামারা থেকে ফোন যায় সেখানে নাকি বড় যান দূর্ঘটনা ঘটেছে। একজনের অবস্থা খুবই আশঙ্কানক। এই খবর পেয়ে বিশালগড় থেকে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে গেলে কিছুই দেখতে পায়নি। পড়ে ওই নম্বরে ফোন করা হলে গালিগালাজ করা হয় কর্মীদের । ঘটনার পরিপ্রেক্ষিতে রাতেই বিশালগড় থানায় এই ফোন নম্বরটির বিরোদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে ।

Exit mobile version