Site icon janatar kalam

মাদকমুক্ত ত্রিপুরা তৈরীর জন্য আমরা কোন পথকে বাদ রাখছি না – মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আমতলী বাইপাসে নাকা-পয়েন্ট তল্লাশি চলাকালীন আমতলী থানার পুলিশ উৎ পেতে বসে থাকে। হঠাৎ পুলিশ একটি ক্রুজার গাড়ির রেজিস্টার নম্বর- TR01D3476 লক্ষ্য করে চালককে থামাতে বললে, কিন্তু চালক গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ কার্টন থেকে ৪ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে আমতলী থানা পুলিশ। আমতলী থানার এসআই সুরেশ দেববর্মা, এসআই দিলীপ দাস ও এএসআই প্রদীপ দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত নিষিদ্ধ জিনিসের আনুমানিক মূল্য 10 লাখ টাকার বেশি হবে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক বিবৃতিতে জানিয়েছেন মাদকমুক্ত ত্রিপুরা তৈরীর জন্য আমরা কোন পথকে বাদ রাখছি না। আমতলী পিএস কর্তৃক ৪০০০ নস ফেনসিডিল জব্দ করা হয়েছে এবং এনডিপিএস আইনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। বলা বাহুল্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে নেশামুক্ত করার বিষয়ে যথেষ্ট সচেতন এবং রাজ্য পুলিশ প্রশানকে এ বিষয়ে আরো বিশেষ নজরদারি দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা। তাছাড়া তিনি এদিন এই প্রশংসনীয় কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।

Exit mobile version