জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানী আগরতলার উজান অভয়নগর এলাকায় কাটাখালের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। মহিলার নাম পুনম চৌধুরী। বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে স্থানীয়রা খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের। পরে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে কাঁটা কাল থেকে মহিলাকে উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যায়। তবে কি কারনে এই মহিলা জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। কাটাখালের জলে ঝাঁপ দিয়ে মহিলার আত্মহত্যার চেষ্টাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।