Site icon janatar kalam

SDPO অজয় কুমার দাস ও পূর্ব থানার OC রানা চ্যাটার্জীর খেলা শুরু করল দুই বাংলাদেশী চোর আটক করে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কুখ্যাত দুই পেশাদার চোরকে বুধবার রাতে শহরের চন্দ্রপুর এলাকা থেকে আটক করতে সক্ষম হয় আগরতলা পূর্ব থানার পুলিশ।জিজ্ঞাসাবাদে তারা জানায় বাংলাদেশে তাদের বাড়ি। তাদের সঙ্গে আরও লোকজন রয়েছে। থানা স্তরে কিছু রদবদল ঘটিয়ে পুলিশ প্রশাসন একটু তৎপর হতেই সাফল্যও আসতে শুরু করেছে।বুধবার গভীর রাতেই টহলদারীর সময় দুই বাংলাদেশি চোরকে শহরের চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ। টহলের সময় পুলিশ ওই দুইজনকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং চ্যালেঞ্জ করে। তারা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। থানায় এনে জিজ্ঞাসাবাদ এর সময় তারা জানায় একজনের নাম জাহিদ হাসান ,তার বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়।অপরজনের বাড়ি বাগেরহাট জেলায় , নাম সুমন শেখ। বৃহস্পতিবার পূর্ব থানায় এক সংবাদ সম্মেলনে সদরের এস ডি পি ও অজয় কুমার দাস জানান এখন পেট্রোলিং টিম খুব ভালো , রাতে শহরের প্রতি ইঞ্চি ইঞ্চি এখন পেট্রোলিং চলবে , পাবলিক নিশ্চিন্তে থাকতে পারেন। বৃক্ষের পরিচয় ফলে …বহু চর্চিত , বহুপঠিত , বহুকথিত , বহুশ্রুত কথাই আবার নতুন করে শোনালেন বর্তমান এস ডি পি ও সদর। তিনি বলেন এখন পেট্রোলিং টিম খুব ভালো , ইঞ্চিতে ইঞ্চিতে পেট্রোলিং চলবে। বুঝালেন ,চোরের বংশে বাতি দেওয়ার জন্যও কাউকে ছাড়া হবে না। নগরবাসী অপেক্ষায় থাকলো।

Exit mobile version