Site icon janatar kalam

পুলিশের হাতে গ্রেফতার দুই চোর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কড়ইমুড়ায় বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেফতার দুই চোর। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ বিশালগড় কড়ুইমুড়ার জনৈক আশিষ দেবনাথের ঘরের জানালা ভেঙে দুই কুখ্যাত চোর প্রসেনজিৎ দেব, সুধন দেব ঘরে প্রবেশ করে। তারা ঘর থেকে নগদ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। আশীষ দেবনাথ সোমবারে বেসরকারি সংস্থার কিস্তি দেওয়ার জন্য আলমারিতে এই টাকা রেখেছিল। দুই চোর আলমারি খুলে এই টাকা নিয়ে যায়। আশীষ দেবনাথ পরবর্তী সময়ে টাকার প্রয়োজনে আলমারি খুলে দেখতে পায় টাকা নেই। সন্দেহ হয় দুই চোর প্রসেনজিৎ দেব ও সুধন দেবের উপর। সন্দেহজনকভাবে এই দুই চোরকে ধরে উত্তম মধ্যম দিতেই তারা টাকা চুরির ঘটনা স্বীকার করে স্বীকার করে। খবর পেয়ে পুলিশ এসে দু’জনকে থানায় নিয়ে যায়।

Exit mobile version