গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মোহনপুর মহকুমার লেফুঙায় আটক করা হয় ফেন্সিডিল বোঝাই গাড়ি সহ এক যুবককে। লেফুঙা থানার পুলিশ রবিবার ভোরে অভিযানের সাফল্য লাভ করে… এ দিন ভোরে মালবাহী অটো ট্রাকটি পুলিশের আয়ত্তের মধ্যে আসতেই সেটি থামানো হয়… এরপর অনেকক্ষণ তল্লাশি চালিয়ে প্রায় ১৫০০ বোতলের বেশি ফেন্সিডিল উদ্ধার করা হয়…লেফুঙ্গা থানার ওসি কীর্তি জয় রিয়াং সাংবাদিকদের আরো জানান উদ্ধার করা ফেনসিডিলের বাজার মূল্য আনুমানিক দশ লক্ষাধিক টাকা হবে…আটক করা হয় গাড়ি চালক সুজিত দেবকেও। তার বাড়ি সিধাই থানাধীন গোপালনগর গ্রামে।