জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হোস্টেলে ছাত্রীর মৃত্যুর অভিযোগ। হত্যা না আত্মহত্যা এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে পরিবারের লোকজনের। ঘটনা খোয়াই জেলার তুলাশিখর গার্লস হোস্টেলে। হোস্টেল সুপারেনটেনডেন্টএর দাবি হোস্টেলের ভিতরে বিষ পান করেছে 15 বছর সাত মাস বয়সী ভূমিকা রিয়াং। ঘটনা প্রত্যক্ষ করে তড়িঘড়ি তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক দেখে নিয়ে আসা হয়েছে রাজধানীর জিবি হাসপাতালে। জিবিতে আনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ভূমিকা। গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার পরিজনদের মধ্যে।বর্তমানে মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করছে পরিবারের লোকজন। দাবি উঠছে তদন্তের।