জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাধু হোক কিংবা ভিক্ষুক কেউই এখন আর সন্দেহের ঊর্ধ্বে নয়। এমনই 5 সাধুকে সোমবার চোর সন্দেহে পুলিশের হাতে তুলে দেয় শহরতলীর আড়ালিয়া গুরুদাস পাড়া এলাকার লোকজন।সুদূর মেদিনীপুর থেকে একেবারে সাধুবেশে সটান আগরতলায় এসেছিলেন 5 সাধু। তারা পাড়ায় পাড়ায় কীর্তন করে ঘুরে বেড়ান। একসময় লোকে যা দেয় এটাই তাদের আয়। কিন্তু সোমবার এই 5 সাধু শহরতলীর আড়ালিয়া গুরুদাস পাড়া এলাকায় গেলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা এদের সাধুবেশের চোর সন্দেহে 5 জনকে আটক করে এবং কলেজ টিলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ এসে এদের থানায় নিয়ে যায়। সাধু বেশে বহু কুকীর্তির উদাহরণ শুধু এ রাজ্যে নয় সারা দেশেই রয়েছে। সাধু বেশ ধারী ব্যক্তিদের বিশ্বাস করে বহু মানুষ ঠকেছেন এবং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। রজনীশ , রাম রহিম , রাধে মা , এগুলো তো বড় বড় রসালো কেচ্ছা কুকীর্তির উদাহরণ। এদের কারণে প্রকৃত সাধুরাও আজকাল সংকটে পড়ছেন। তাই বলা যায় সাধু সাবধান।