জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানী থেকে ফের অবৈধভাবে রাখা পিস্তল উদ্ধার। আটক দুই নেশাকারবারি। নেশা কারবারের পাশাপাশি অবৈধভাবে অস্ত্র মজুত রাখছে নেশা কারবারিরা? রবিবার কিন্তু এই প্রশ্নই উঁকি দিল রাজধানী আগরতলায় পিস্তল উদ্ধারের পর। এদিন গোপন খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিস অভিযানে নামেন। রাজধানীর ক্যান্টনমেন্ট রোড এলাকায় একটি গাড়ি ধাওয়া করে। গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও রক্ষে হয়নি। পুলিস গাড়ি থেকে বলরাম সাউ ও জয়দুল ইসলাম নামে দুইজনকে আটক করে। উদ্ধার হয় ব্রাউন সুগার। পশ্চিম থানার ও সি সুব্রত চক্রবর্তী জানান, ধৃতদের মধ্যে বলরামের বাড়ি ভাটি অভয়নগর ক্যান্টনমেন্ট রোড ও জয়দুলের বাড়ি ভাটি অভয়নগর পশ্চিম পাড়া। বলরামের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও কিছু নেশা সামগ্রী ও তাঁর ঘর থেকে একটি পিস্তল উদ্ধার করেন পুলিস। ওসি জানান, বলরাম সাউ আগেও আরেকটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। মাদক দ্রব্য ও অবৈধ ভাবে পিস্তল রাখার মামলা নিয়েছে। ধৃতদের সোমবার আদালতে তোলা হবে পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে।
নেশা কারবারিদের কাছ থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা- তা খুঁজে বের করার দাবি উঠেছে।