জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শেষ পর্যন্ত জনতার হাতে ধরা পড়ল চোর।রামনগর এক নং রোডের ফ্ল্যাট মালিক বাসুদেব চক্রবর্তীর তৎপরতায় চন্দ্রপুর থেকে আটক করা হয় চোরকে। রামনগর ১ নম্বর ফ্ল্যাটে চুরি কান্ডের চোরকে আটক করতে যেখানে ব্যার্থ পুলিশ, সেখানে চোরকে ধরতে সক্ষম হল এলাকাবাসী । সম্প্রতি এই ফ্লেটে চুরি হয়েছিল ,মঙ্গলবার চন্দ্রপুর এলাকায় সাধারণ জনতার হাতে ধরা পড়তেই চোর শিকার করে নিল সমস্ত ঘটনা । সমীর মিয়া নামে চোর সন্দেহে ধৃত যুবক জানায় যারা এই ছুড়ি কান্ড সংগঠিত করেছিল তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশে। বর্ডার এলাকায় ভাড়া থেকে যারা এই ধরনের অপরাধ গুলি সংঘটিত করে চলেছে।ঘটনায় ফ্ল্যাটের মালিক বাসুদেব চক্রবর্তী জানায় , সংঘটিত চুরি কান্ডের ঘটনার সিসিটিভির ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া সত্ত্বেও পুলিশ কোন হিললে করতে পারেনি। নাগরিক সুরক্ষায় প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়েএদিকে পশ্চিম থানা পুলিশের বক্তব্য, সোমবার রাতেই পুলিশ সমীর মিয়া নামে চোরের বাড়িতে অভিযান চালিয়েছিল। সেই সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে মঙ্গলবার চন্দ্রপুর এলাকায় রামনগর এলাকার স্থানীয় কিছু যুবকের তৎপরতায় আটক করা হয়েছে চোরকে। তবে খুব শীঘ্রই পুলিশ এই চোর চক্রের একটা হিল্লে করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। খুব দ্রুত পুলিশ এই চোর চক্রের মূল পাণ্ডাদের খুঁজে বের করবে বলে জানিয়েছে।