Site icon janatar kalam

দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
দুষ্কৃতিকারীদের হাতে গাড়ির চালক রক্তাক্ত হওয়ার ঘটনায় এবার সোচ্চার হলো কমলপুরের গাড়ি চালকরা। গত শুক্রবার দিন রাতে কমলপুরের কলাছড়ি এলাকার বাসিন্দা গাড়িচালক শ্যামল শুক্ল দাসকে কিছু দুষ্কৃতিকারী হাত পা বেঁধে প্রচন্ড মারধর করে। এতে গুরুতর আহত হলে পরবর্তী সময়ে পুলিশের তৎপরতায় হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কমলপুর হাসপাতালে। তার অবস্থা আশঙ্কার জনক হওয়ায় রাতেই তাকে জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে জিবি হাসপাতালে চলছে তার চিকিৎসা। এই ঘটনায় কমলপুরের পরিবহন শ্রমিকরা অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে এবার রাস্তায় নামতে বাধ্য হলেন শ্রমিকরা।অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকাল থেকে কমলপুরের বিভিন্ন সড়ক অবরোধ করলেন তারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দীর্ঘসময় অবরোধ চলার পর অবশেষে পুলিশ দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে, অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় পরিবহন শ্রমিকরা।

Exit mobile version