Site icon janatar kalam

থানার সামনে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত প্রাক্তন কাউন্সিলর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হলেন আগরতলা পৌরনিগমের প্রাক্তন মেয়র ইন কাউন্সিলার বিপদ বন্ধু ঋষি দাস। তাও আবার থানার নাকের ডগায়। প্রকাশ্য দিবালোকেই বেশ কিছু দুষ্কৃতিকারী শুক্রবার প্রাণঘাতী হামলা চালায় এই প্রাক্তন কাউন্সিলর এর উপর। ঘটনা আমতলী থানার সামনে। জানা যায় এদিন ডুকলি পার্টি অফিস থেকে দলীয় মিটিং শেষে নিজের বাইকে করে বাইপাস ধরে বাড়ি ফিরছিলেন তিনি। আমতলী থানার সামনে বাইপাসে পৌঁছা মাত্রই ৪০-৫০ জনের দুষ্কৃতি দল তার উপর প্রাণঘাতি হামলা চালায়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে দুষ্কৃতিকারীরা। মোটর বাইকটি ভেঙে গুঁড়িয়ে দেয়। হাতিয়ে নেয় মোবাইল, এটিএম কার্ড সহ নগদ অর্থ। দুষ্কৃতিকারীদের হাত থেকে কোনক্রমে প্রাণ বাঁচিয়ে তিনি উঠেন স্থানীয় এক দলীয় নেতার বাড়িতে। পরে সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পার্টির রাজ্য নেতৃত্ব পবিত্র কর, রতন দাস নারায়ন দেব সহ আরো অনেকে।

Exit mobile version