জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- রাজ্যে গৃহবধূ থেকে শুরু করে নাবালিকা বলাৎকারসহ বিভিন্ন ঘটনার রেশ যেন কোন কমতি নেই । ইংরেজি নতুন বছরের শুরুতেই স্কুল পড়ুয়া সপ্তম শ্রেণীর এক নাবালিকা ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটলো তেলিয়ামুড়ায় । মূল অভিযুক্ত ধর্ষক, নরপিশাচের নাম প্রানেশ রুদ্র পাল । বয়স ৩২ বছর । বাড়ি তেলিয়ামুড়া থানাধীন সর্দু-কর-করি এলাকায় । গোটা এলাকায় ছিঃ ছিঃ রব বিরাজ করছে । ঘটনার বিবরণে জানা যায়, ইংরেজি নতুন বছরের শুরুতেই পহেলা (১-লা) জানুয়ারি শনিবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন স্থানীয় এলাকায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক নাবালিকা মেয়ে বিদ্যালয় থেকে নিজ বাড়িতে ফেরার সময় হঠাৎ ৩২ বছরের স্থানীয় এক যুবক নরপিশাচ জমির সন্নিকটে নির্জন একাকী জায়গায় নাবালিকা মেয়েটির বাড়ি ফিরে আসার পথ আটকায় । তৎসঙ্গে আচমকা নরপিশাচ প্রানেশ রুদ্র পাল নাবালিকা মেয়েটিকে ছুঁড়ি দিয়ে ভয় দেখিয়ে পার্শ্ববর্তী ছড়ার কিনারে এক গভীর জঙ্গলাকীর্ণে নিয়ে যায় । পরবর্তীতে সেখানে দফায় দফায় মেয়েটিকে প্রাণের ভয় দেখিয়ে ও একাকিত্বের সুযোগ নিয়ে শারীরিক বলাৎকার ও ধর্ষণ করা হয় । পরবর্তীতে দীর্ঘ একটা সময় পর নিজ উপস্থিত বুদ্ধিতে সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা মেয়েটি জঙ্গলের মধ্যে নরপিশাচ, অসুর, ধর্ষকের থাবা থেকে কোনরকমে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে দৌঁড়ে ছুটে পালিয়ে আসে নিজ বাড়িতে । সঙ্গে সঙ্গেই নাবালিকা মেয়েটি তার পরিবারের কাছে উক্ত পুরো ঘটনাটি বিবরণে জানায় । পরবর্তীতে সাথে সাথেই নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় এসে উক্ত ঘটনার বিবরণ দিয়ে ধর্ষক নরপিশাচ প্রানেশ রুদ্র পালের বিরুদ্ধে একটি অভিযোগ করে । পরবর্তীতে সঙ্গে সঙ্গেই ধর্ষিতা নাবালিকা মেয়েটিকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালের মহিলা চিকিৎসকের তত্বাবধানে । পরবর্তীতে সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব পরিবারের উক্ত ধর্ষনজনিত ঘটনার অভিযোগ মূলে অভিযুক্ত ধর্ষক প্রাণেশ রুদ্র পালের বিরুদ্ধে একটি ধর্ষণজনিত মামলা দায়ের করে । যার নম্বর — ১/২২, ৩৭৬/০৪ পক্সো আইন । এইদিকে সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা নাবালিকা ধর্ষণ কান্ডে মূল অভিযুক্ত প্রাণেশ রুদ্র পাল’কে গ্রেপ্তার করে জালে তুলতে জোরকদমে মাঠে নেমে পড়ে । বর্তমানে মূল অভিযুক্ত ধর্ষক প্রানেশ রুদ্র পাল নিজ বাড়ি থেকে পলাতক রয়েছে বলে পুলিশ জানায় । এইদিকে নতুন বছরের প্রথম দিনেই তেলিয়ামুড়ায় এইরকম একটি ন্যাক্কারজনক ঘটনায় সর্বত্রই নিন্দার ঝড় ও ছিঃ ছিঃ রব বিরাজ করছে গোটা তেলিয়ামুড়ায়, তৎসঙ্গে ইতিমধ্যেই মূল ধর্ষক প্রানেশ রুদ্র পালের কঠোর থেকে কঠোরতম শাস্তির বিধানের দাবি তুলছে বুদ্ধিজীবী মহল । এখন মূলতঃ এটাই দেখার বিষয় যে সংবাদ পরিবেশনের পরেও তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা মূল অভিযুক্ত ধর্ষক, নরপিশাচ, প্রানেশ রুদ্র পাল’কে আদৌও জালে তুলতে সক্ষম হয় কি না ।।