Site icon janatar kalam

ডাকাতির ঘটনার তদন্তে পুলিশ আধিকারিকরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
৪৮ ঘন্টার ব্যবধানে রাজধানী আগরতলা শহরতলী আড়ালিয়া ও বলদাখাল এলাকায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক দেখা দেয় সাধারণ মানুষের মনে। ডাকাতের হাত থেকে রক্ষা পেতে বলদাখাল এলাকার নাগরিকরা ইতিমধ্যেই শুরু করেন নৈশকালীন পাহারা। পরপর দুটি ডাকাতির ঘটনাকে ঘিরে সচেতন মানুষ যখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন, ঠিক তখনই যেন খানিকটা নড়েচড়ে বসলেন আরক্ষা প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার পশ্চিম জেলার পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছুটে যান ডাকাতির ঘটনাস্থল। এদিন আধিকারিকরা আরালিয়া ও বলদাখাল এলাকায় ছুটে গিয়ে আক্রান্ত পরিবারের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত সম্পর্কে অবগত হন। পরে আক্রান্ত পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের পুলিশ আধিকারিকরা আশ্বস্ত করেন যে খুব শীঘ্রই দুষ্কৃতিকারীদের জালে তুলবে পুলিশ। এলাকায় পুলিশের নজরদারি আরো বাড়ানো হবে। অযথা আতঙ্কিত হবার কোন কারণ নেই। পরে পশ্চিম জেলার পুলিশ সুপার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিক জানান, আক্রান্তদের বক্তব্য অনুযায়ী খুব সহসাই দুষ্কৃতীদের জালে তোলা হবে।

Exit mobile version