Site icon janatar kalam

নির্মম ভাবে অত্যাচার চালিয়ে রাজধানীতে ফের ডাকাতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধারালো অস্ত্রের মুখে ছয় ভরি স্বর্ণ 69 হাজার টাকা হাতিয়ে নিল ডাকাতের দল।পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ক্ষুব্দ স্থানীয় মানুষ।
সপ্তাহের মধ্যেই আড়ালিয়ার পর এবার আরও এক বড়োসড়ো ডাকাতির ঘটনা ঘটলো রাজধানীর খয়ের পুর বলদাখাল এলাকায়। মঙ্গলবার রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ লিটন ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ডাকাতের দল। বাড়িতে ঢুকেই স্বামী স্ত্রী ও ছেলে তিনজনকেই ছুরি ও ধরে রাখে ডাকাতরা। ধারালো অস্ত্রের মুখে ঘরের মূল্যবান দুটি মোবাইল সহ ছয় ভরি স্বর্ণ ও নগদ 70 হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনায় রাতে জানাজানি হলেও পুলিশের দেখা মিলেছে প্রায় আধঘন্টা পর। পুলিশ শুধুমাত্র ক্ষতিগ্রস্ত পরিবারের নাম-ঠিকানা লিখে নিয়ে চলে আসে। সকাল পর্যন্ত পুলিশের আর কোন দেখা মেলেনি। এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ধূমায়িত হচ্ছে। এদিকে বাড়ির গৃহবধূ জানায় নির্মম ভাবে অত্যাচার চালিয়েছে তার ওপর ডাকাতদল।হাতের শাঁখা পলা গুলিও ভেঙ্গে নিয়ে যায়। ডাকাত দলের অকথ্য অত্যাচার এখনও অসুস্থ গৃহবধূ। এক সপ্তাহের মধ্যে দু-দুবার রাজধানীতে ডাকাতির ঘটনায় গুঞ্জন শুরু হয়েছে রাজধানীজুড়ে। প্রশ্ন উঠছে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে।।

Exit mobile version